কোভিড-১৯বিশ্বসাহায্য সংস্থা
যুক্তরাষ্ট্র তাইওয়ানকে সাড়ে সাত লাখ করোনার টিকা দিচ্ছে

তাইওয়ানকে সাড়ে সাত লাখ করোনাভাইরাসের টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এ উপলক্ষে রোববার যুক্তরাষ্ট্রের সিনেটরদের একটি দল তাইওয়ান সফর করেছে।
এই উদ্যোগ চীনের সঙ্গে তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি করতে পারে বলে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে।
স্থানীয় সময় রোববার সকালে যুক্তরাষ্ট্র এয়ারফোর্সের একটি বিমানে তাইওয়ানের সোংশান বিমানবন্দরে পৌঁছান দেশটির সিনেটররা। তিন ঘণ্টার সফরে তাইওয়ানকে করোনার টিকা দেওয়ার ঘোষণা দেন তাঁরা।সিএনএন বলছে, যুক্তরাষ্ট্র এয়ারফোর্সের এই বিমান সৈন্য ও ট্যাংকের মতো যুদ্ধাস্ত্র বহনে সক্ষম। তাইওয়ানের মাটিতে যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর এই ধরনের উড়োজাহাজের উপস্থিতি সহজভাবে নেওয়ার কথা নয় চীনের।
তাইওয়ানে এখন পর্যন্ত ৩ শতাংশ মানুষকে করোনার টিকা দেওয়া সম্ভব হয়েছে। দেশটিতে শনিবারই এক দিনে সবচেয়ে বেশিসংখ্যক মানুষ, ৩৭ জনের মৃত্যু হয়েছে। তাইওয়ানের শাসক গোষ্ঠী চীনের বিরুদ্ধে অন্যান্য দেশ থেকে টিকা কিনতে বাধা দেওয়ার অভিযোগ করছে।