
আসছে রে, চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের চারটি ছোটগল্প নিয়ে সিরিজ, আনছে নেটফ্লিক্স। গতকাল প্রকাশিত হয়েছে এর ট্রেলার। এ মাসেই নেটফ্লিক্সে দেখা যাবে সিরিজটি।
প্রেম, লালসা, বিশ্বাসঘাতকতা এবং সত্যকে বিষয় করে সত্যজিৎ রায়ের চারটি গল্প নিয়ে রে। সিরিজটি পরিচালনা করছেন ফিল্মফেয়ার বিজয়ী অভিষেক চৌবে, ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী সৃজিত মুখোপাধ্যায় এবং কান চলচ্চিত্র উৎসব মনোনীত ভাষণ বালা।
অভিনয় করেছেন মনোজ বাজপেয়ি, আলী ফজল, হর্ষবর্ধন কাপুর, কে কে মেনন, রাধিকা মদন, গজরাও রাও, শ্বেতা বসু প্রসাদ, অনিন্দিতা বসু, বিদিতা বাগ, দিব্যেন্দু ভট্টাচার্য, চন্দন রায় সান্যাল, আকাঙ্ক্ষা রঞ্জন কাপুর প্রমুখ।
প্রকাশের পরই ট্রেলারটি সত্যজিৎ–ভক্তদের দারুণ উদ্বেলিত করেছে। চলতি মাসের শেষে দেখা যাবে রে। সূত্র: হিন্দুস্তান টাইমস