আফ্রিকাইউরোপএশিয়াবিশ্ব

কলাগাছের তন্তু দিয়ে আসবাব তৈরি করছেন উগান্ডার এক শিল্পী

স্থানীয় প্রাকৃতিক উপাদান ব্যবহারের চূড়ান্ত নিদর্শন স্থাপন করেছেন উগান্ডার এক শিল্পী। তিনি কলাগাছের তন্তু দিয়ে আসবাব তৈরি করছেন। অন্যান্য মানুষকেও তিনি তাঁর এই দৃষ্টান্ত অনুসরণের প্রেরণা জোগাচ্ছেন। উগান্ডাকে আফ্রিকার কলার রাজধানী বলা হয়। ৫০টিরও বেশি জাতের পাকা কলা ও কাঁচকলা সে দেশে চাষ করা হয়। নানা রূপে সেই কলা প্রতিদিন খাওয়াও হয়। অন্য কোনো দেশের মানুষ উগান্ডার মানুষের মতো এত কলা খায় না। কলাগাছে মাত্র একবারই ফল ধরে। তাই, নতুন ফল গজানোর জন্য সেটি কেটে ফেলা জরুরি। সে কারণে ফসল তোলার পর কলাগাছের বেশির ভাগ অংশ কেটে ফেলা হয়। কিন্তু বর্জ্য হিসেবে ফেলে দেওয়ার বদলে আইজ্যাক সেগুলো নতুন করে ব্যবহার করেন। কলাগাছ দিয়ে তৈরি তাঁর আসবাবের ভিত্তি প্রাকৃতিক তন্তু।

সম্পর্কিত নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button