সুদানের যুদ্ধক্ষেত্র থেকে ১৮০টি অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধার; সংঘর্ষ চলছেই
সুদানের যুদ্ধক্ষেত্র থেকে ১৮০টি অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধার; সংঘর্ষ চলছেই

সুদানের যুদ্ধক্ষেত্র থেকে ১৮০টি অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো দেশটির চলমান যুদ্ধের কেন্দ্রস্থল রাজধানী খার্তুম ও দারফুর অঞ্চল থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর লাশগুলোকে দাফন করেছে স্বেচ্ছাসেবীরা। এক বিবৃতিতে রেড ক্রিসেন্ট জানিয়েছে, যুদ্ধক্ষেত্রে এমন আরও বহু অজ্ঞাতপরিচয় লাশ রয়েছে। তবে নিরাপত্তা সীমাবদ্ধতার কারণে স্বেচ্ছাসেবকদের পক্ষে লাশ উদ্ধার করা কঠিন হয়ে যাচ্ছে। সুদানে চলতি বছরের ১৫ এপ্রিল দেশের ক্ষমতা দখলের জন্য সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে হঠাতই সংঘাত শুরু হয়। সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত বেশ কয়েকটি যুদ্ধবিরতি চুক্তি হলেও কোনোটাই কার্যকর হয়নি। চলমান এই সংঘাতে এখন পর্যন্ত ১ হাজার ৮০০-রও বেশি মানুষ মারা গেছেন। এছাড়া সংঘাতের কারণে দেশটির ১৬ লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়েছে। জাতিসংঘ জানিয়েছে, জীবন বাঁচাতে দেশটির বাসিন্দারা মিশর, চাঁদ ও দক্ষিণ সুদানে আশ্রয় নিয়েছে।