
পঙ্গপালের আক্রমণে চরম ভোগান্তিতে আফগানিস্তানের কৃষকরা। দেশটিতে সম্প্রতি ভয়াবহ আকারে বেড়েছে পতঙ্গটির তাণ্ডব। মাত্র কয়েক দিনেই নষ্ট হয়ে গেছে হাজার হাজার একর জমির ফসল। ফলে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে তীব্র খাদ্য সঙ্কটের আশঙ্কা বিশ্লেষকদের। তারা বলছেন, খরা ও অনাবৃষ্টির কারণে এবার পঙ্গপালের প্রকোপ ভয়াবহ। পর্যাপ্ত কীটনাশকের অভাবে পঙ্গপাল দমন করতে পারছেন না কৃষকরা। কীটনাশক নেই তাই কাপড় বিছিয়েই পঙ্গপাল ধরছেন আফগান কৃষকরা। পঙ্গপালের আক্রমণে দিশেহারা কৃষকরা সনাতন এ পদ্ধতির মাধ্যমে চেষ্টা করছেন পতঙ্গ দমনের। ধরার পর সাথেসাথে মাটি চাপা দেয়া হচ্ছে পঙ্গপাল- এমন দৃশ্য এখন হরহামেশাই দেখা যাচ্ছে আফগানিস্তানের গ্রামগুলোতে। কোনো উপায় না পেয়ে এভাবেই ফসল বাঁচানোর চেষ্টা করছেন কৃষকরা। কিন্তু, স্থানীয় এসব পদ্ধতির ব্যবহারে মোটেও কমছে না পঙ্গপাল। লাখলাখ পঙ্গপাল দলবেঁধে হানা দিয়ে উজাড় করে দিয়েছে মাঠের ফসল।