
স্কুলে বিষক্রিয়ার শিকার হয়ে প্রায় ৬০ আফগান স্কুলছাত্রী হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আফগানিস্তানের উত্তরাঞ্চলে সার-ই পোল প্রদেশের একটি বালিকা বিদ্যালয়ে সোমবার এ ঘটনা ঘটেছে। সার-ই-পোলের পুলিশের মুখপাত্র দ্বীন মোহাম্মদ নাজারি বলেছেন, “কিছু অজ্ঞাতপরিচয় লোক সানচারাক জেলার একটি বালিকা বিদ্যালয়ে ঢোকে … এবং ক্লাসে বিষ প্রয়োগ করে। পরে মেয়েরা ক্লাসে প্রবেশ করলে তারা বিষক্রিয়ার শিকার হয়।” তিনি আরও বলেন, মেয়েদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের অবস্থা এখন ভাল। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এর আগে ইরানে মেয়েদের স্কুলে বিষক্রিয়ার একাধিক ঘটনায় গত বছরের নভেম্বর থেকে আনুমানিক ১৩ হাজার শিক্ষার্থী অসুস্থ হয়েছে। এসব শিক্ষার্থীর বেশিরভাগই ছাত্রী।