চীনযুক্তরাষ্ট্র
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বিল গেটস

বিভিন্ন দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক ইস্যুতে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন ধনকুবের এবং যুক্তরাষ্ট্রভিত্তিক সফটওয়্যার প্রস্তুতকারী কোম্পানি মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। করোনা মহামারির পর গেল তিন বছরে এই প্রথম বিদেশি কোনো উদ্যোক্তা ও ব্যবসায়ীর সঙ্গে বৈঠক করলেন চীনের প্রেসিডেন্ট। বিল গেটসের আগে চলতি বছর চীন সফর করেছেন অন্তত ৩ জন মার্কিন ব্যবসায়ী ও ধনকুবের চীন সফর করেছেন। এরা হলেন টেসলা, স্পেসএক্স এবং টুইটারের স্বত্বাধিকারী ইলন মাস্ক, যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান জেপি মর্গানের চেয়ারম্যান জেমি ডিমন এবং অ্যাপলের শীর্ষ নির্বাহী টিম কুক। তবে চীনের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেও শি জিনপিংয়ের সাক্ষাৎ পাননি এই তিনজনের কেউই।