ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে ‘দুয়ারে পুলিশ’ প্রকল্প চালু

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে বৃহস্পতিবার থেকে চালু করেছেন ‘দুয়ারে পুলিশ’ নামের একটি প্রকল্প। ফলে এখন অভিযোগ নিয়ে থানায় দৌড়াতে হবে না মানুষকে। থানাই চলে আসবে মানুষের দুয়ারে।
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে দুয়ারে পুলিশ প্রকল্পের অংশ হিসেবে বৃহস্পতিবার পুলিশের ভ্যান হাজির হয় আমদাবাদ গিরিরবাজার এলাকায়। সেখানে পুলিশ কর্মকর্তারা শোনেন গ্রামবাসীর নানা সমস্যার কথা, অভিযোগের কথা। এসব অভিযোগের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তাঁরা।
নন্দীগ্রাম পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার একটি ঐতিহাসিক থানা এলাকা। রাজ্য বিধানসভা নির্বাচনে এবার এই নন্দীগ্রাম আসনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে জয়ী হন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসনকে মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা এবারের বিধানসভা নির্বাচনের মধ্যে হাতে নিয়েছিলেন ‘দুয়ারে সরকার’ প্রকল্প। মানুষের অভাব–অভিযোগ শোনা ও সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য সরকার শুরু করেছিল ওই প্রকল্প। এতে ব্যাপক সাড়া পায় রাজ্য সরকার।
নির্বাচনে দলের জয়ের পর মমতা ফের ঘোষণা দেন রেশনের জন্য আর মানুষকে যেতে হবে না দোকানে। দিতে হবে না লাইন। রেশনই চলে আসবে মানুষের দুয়ারে। সেই দুয়ারে রেশন প্রকল্পও জনপ্রিয় হয়।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার থেকে ‘দুয়ারে পুলিশ’ নামের প্রকল্প চালু হয়েছে নন্দীগ্রাম থেকে।