ইউরোপএশিয়াবিশ্বযুক্তরাষ্ট্র
কুখ্যাত মাদক সম্রাট এল চ্যাপো’র ছেলে ওভিডিও গুজম্যানকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে মেক্সিকো

কুখ্যাত মাদক সম্রাট এল চ্যাপো’র ছেলে ওভিডিও গুজম্যানকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে মেক্সিকো।সোমবার আদালতে তোলা হবে তাকে। মার্কিন অ্যাটর্নি জেনারেল জানান, যুক্তরাষ্ট্র-মেক্সিকো আইন প্রণয়নকারী সংস্থার মধ্যে সমঝোতার মাধ্যমে হয় বন্দি হস্তান্তর প্রক্রিয়া। শুক্রবার যুক্তরাষ্ট্রে নেয়া হয় গুজম্যানকে। যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী মাদক ফেন্টানাইল পাচারের অভিযোগে চলতি বছর জানুয়ারিতে গুজম্যানকে গ্রেফতার করে মেক্সিকো পুলিশ।