এ বছর রসায়ন শাস্ত্রে যৌথভাবে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের তিন বিজ্ঞানী
এ বছর রসায়ন শাস্ত্রে যৌথভাবে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের তিন বিজ্ঞানী

এ বছর রসায়ন শাস্ত্রে যৌথভাবে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের তিন বিজ্ঞানী। কোয়ান্টাম ডট প্রযুক্তি আবিষ্কারের জন্য এ স্বীকৃতি পেয়েছেন তারা।বিজয়ীরা হলেন, মোঙ্গি বাভেন্দি, লুই ই ব্রুস ও আলেক্সেই একিমোভ। বুধবার রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস ঘোষণা করে বিজয়ীদের নাম। এই গবেষণাকে মানব জীবনের জন্য বিশেষ উপকারী বলে আখ্যা দেয় নোবেল কমিটি। বলা হয়, ন্যানো-টেকনোলজির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়ান্টাম ডট প্রযুক্তি। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট এর গবেষক মোঙ্গি বাভেন্দি। আরেক বিজয়ী লুই ই ব্রুস কাজ করেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে। ন্যানো ক্রিস্টালস টেকনোলজির গবেষক আলেক্সেই একিমোভ। আশির দশকেই কোয়ান্টাম ডট নিয়ে গবেষণায় সাফল্য পান তারা। কোয়ান্টাম ডট মূলত এক ধরণের ন্যানো পার্টিকেল। এগুলো এতই ক্ষুদ্র যে, কোয়ান্টাম ইফেক্টের মাধ্যমে এদের চরিত্র নির্ধারণ করা যায়।