জার্মানিতে বাসস্থান সংকটে হাজার হাজার শিক্ষার্থী
জার্মানিতে বাসস্থান সংকটে হাজার হাজার শিক্ষার্থী

জার্মানির বিশ্ববিদ্যালয়গুলোতে শীতকালীন সেমিস্টার শুরু হয়েছে। কিন্তু বাসস্থান সংকটের কারণে হাজার হাজার শিক্ষার্থী থাকার জায়গা পাচ্ছেন না৷ আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে এ সংকট আরও বেশি। এ বছরের শুরুতে এডুয়ার্ড পেস্টেল রিসার্চ ইনস্টিটিউটের এক গবেষণা জানায়, জার্মানিতে সাত লাখেরও বেশি অ্যাপার্টমেন্টের অভাব আছে, বিশেষ করে সাশ্রয়ী অ্যাপার্টমেন্টের৷ এছাড়া দেশটিতে বাসাভাড়া নাটকীয়ভাবে বাড়ছে, বিশেষ করে বড় বিশ্ববিদ্যালয় আছে এমন শহরগুলোতে। জার্মানির ছাত্র সংগঠন ডিএসডাব্লিউয়ের প্রধান মাটিয়াস আনবুল এক বিবৃতিতে জানিয়েছেন, বড় শহরগুলোতে শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী বাসস্থানের অভাব শোচনীয় পর্যায়ে পৌঁছেছে। দেশটিতে শিক্ষার্থীদের জন্য ডিএসডাব্লিউয়ের প্রায় ১,৭০০ ছাত্রাবাস আছে৷ এগুলোতে এক লাখ ৯৬ হাজার জনের থাকার সুবিধা রয়েছে। থাকার সুযোগ পাওয়ার অপেক্ষায় রয়েছেন ৩২ হাজারেরও বেশি শিক্ষার্থী।