কানাডাযুক্তরাষ্ট্র

বাইডেন ‘সীমা বেঁধে’ দেবেন পুতিনের

সম্মেলন শুরুর আগে এক সাক্ষাৎকারে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন রয়টার্সকে বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কিছু কড়া বার্তা দিতে পারেন।ইউরোপীয় সীমানায় ইউক্রেন, ক্রিমিয়ায় রুশ সেনাদের উপস্থিতি, বিশ্বের বিভিন্ন দেশে সাইবার হামলায় রুশসংশ্লিষ্টতার অভিযোগ, এমন নানা বিষয়ে রাশিয়ার প্রতি ন্যাটোর অবিশ্বাস বেড়েছে। ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেন, স্নায়ুযুদ্ধ-পরবর্তী সময়ে ন্যাটোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক এখন সবচেয়ে তলানিতে রয়েছে।

রাশিয়াও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক স্থিতিশীলতাকে হুমকিতে ফেলার অভিযোগ করেছে।

চার্লস কুপচানের মতে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে এখন যে সম্পর্ক বিরাজ করছে, তার উন্নতি ঘটাতে একটি ইচ্ছা উভয় পক্ষেই লক্ষ করা যাচ্ছে। তবে বাইডেন-পুতিনের বৈঠকের ফলাফল নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা ঠিক হবে না। রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যদি নতুন করে কোনো ধরনের সম্পর্ক পুনঃস্থাপন করতে হয়, তার জন্য বেশ কাঠখড় পোড়াতে হবে। আর তাতে যথেষ্ট সময়ও লাগবে।

সম্পর্কিত নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button