জো বাইডেনের সঙ্গী চ্যাম্পের মৃত্যু

বাইডেনের পোষা কুকুর চ্যাম্প ছিল জার্মান শেফার্ড। ২০০৮ সাল থেকে জো বাইডেন ও তাঁর পরিবারের সঙ্গে রয়েছে চ্যাম্প। সে সময় বাইডেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করেছিলেন।
বাইডেনের মেজর নামে আরও একটি জার্মান শেফার্ড রয়েছে। মেজরই প্রথম কুকুর, যাকে আশ্রয়কেন্দ্র থেকে এনে হোয়াইট হাউসে রাখা হয়েছে।
টুইটে জো বাইডেন ও জিল বাইডেন চ্যাম্পের সঙ্গে কাটানো আনন্দময় মুহূর্তের স্মৃতিচারণ করেন। বাইডেন বলেন, চ্যাম্প ছিল তাঁদের ভালো সঙ্গী। শেষ কয়েক মাসে সে দুর্বল ও অসুস্থ ছিল। তারপরও ঘরে ঢুকলেই চ্যাম্প দ্রুত উঠে দাঁড়াত। আনন্দে লেজ নাড়ত। নাক, কান ঘষে আদর প্রকাশ করত।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চার বছর সময়কালে হোয়াইট হাউসে কোনো কুকুর ছিল না। ১৮৬০ সালে অ্যান্ড্রু জনসনের পর তিনিই ছিলেন প্রথম মার্কিন প্রেসিডেন্ট, যার কোনো কুকুর বা বিড়াল ছিল না।