কানাডাপ্রাদেশিক সরকারফেডারেল সরকার
আলোচিত
“সরকারের উচিত আদিবাসী সংগঠনের সাথে সম্পর্ক গড়ে তোলা” এরিন ও’টুলে

আদিবাসী নিপীড়ন ইস্যুতে কানাডা দিবস বাতিলকে কেন্দ্র করে তুমুল বিতর্ক হয়েছে পার্লামেন্টে। বিরোধী নেতা এরিন ও’টুলে বলেন, সরকারের উচিত আদিবাসী সংগঠন এবং এই গোষ্ঠীর অন্তর্ভুক্তদের সাথে সম্পর্ক গড়ে তোলা। তবে একে কেন্দ্র করে কানাডা দিবস বাতিলের কোনো সুযোগ নেই। এরআগে পার্লামেন্টে দিবসটি বাতিলের দাবি ওঠে।