কানাডাপ্রাদেশিক সরকার

সাস্কেচুয়ানের আবাসিক স্কুলে ৭৫০এর বেশি গণকবরের সন্ধান

কানাডায় আবারও গণকবরের সন্ধান। এবার সাস্কেচুয়ানের আবাসিক স্কুলে সাড়ে ৭শ‘র বেশি কবরের সন্ধান মিলেছে। তবে সব কবরই শিশুদের কি না তা এখনও নিশ্চিত না। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মাত্র কয়েক সপ্তাহ আগে অন্য একটি গণকবরে ২১৫ শিশুর মরদেহের সন্ধান পায় কর্তৃপক্ষ।

সম্পর্কিত নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button