কানাডাকোভিড-১৯ফেডারেল সরকারস্বাস্থ্য
অন্টারিওতে করোনার বিধিনিষেধ শিথিল

অন্টারিওতে করোনার বিধিনিষেধ শিথিলে আরও একধাপ এগিয়েছে ফোর্ড সরকার। চলতি মাসের ৩০ তারিখেই দ্বিতীয় ধাপের সিদ্ধান্ত কর্যকর হবে। এর আওতায় আউটডোরে ২৫ জন পর্যন্ত জনসমাগম করা যাবে, এছাড়া রেস্তোরায় ৬ জন পর্যন্ত এক টেবিলে খাওয়া যাবে এবং বিয়ে, শেষকৃত্যানুষ্ঠানসহ সামাজিক অনুষ্ঠানে আরও বেশি মানুষ অংশ নিতে পারবে।