কানাডা
কানাডায় আদিবাসী শিশুদের গণকবর, পদক্ষেপের অঙ্গীকার ট্রুডোর

কানাডায় আদিবাসী স্কুলের দুটি গণকবরে প্রায় হাজার খানেক মরদেহের সন্ধানের ঘটনায় খ্রিস্টধর্মের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপকে কানাডায় এসে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। অটোয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় ট্রুডো এ কথা বলেন। আরও জানান, দ্রুত পদক্ষেপ নিতে ব্যক্তিগতভাবে পোপের সঙ্গে সরাসরি কথা বলেছেন তিনি।