কানাডা
কৃষ্ণাঙ্গ ফ্লয়েড হত্যার রায়: সেই পুলিশের সাড়ে ২২ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যার দায়ে পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনকে সাড়ে ২২ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। চৌভিনের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগই আদালতে প্রমাণ হয়েছে। গেল বছরের ২৫ মে আটকের পর ফ্লয়েডের ঘাড় হাঁটু দিয়ে সড়কে চেপে ধরেন চৌভিন। এরপরই তার মৃত্যু হয়।