
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর ম্যাচে সেভিয়ার লা কার্তুহায় শিরোপাধারী পর্তুগালের মুখোমুখি হবে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দল বেলজিয়াম। এ ম্যাচকে সামনে রেখে মুখোমুখি দুই দলের দুই তারকা খেলোয়ার লুকাকু এবং রোনালদো। ইতিমধ্যে চলতি আসরে তিন ম্যাচে রোনালদো করেছেন পাঁচ গোল আর লুকাকু করেছেন তিনটি।