Uncategorized
কানাডায় ফের আবাসিক স্কুলের কাছে মিললো ১৮২ অচিহ্নিত কবর

ব্রিটিশ কলাম্বিয়ার আরও একটি আবাসিক স্কুলে গণকবরের সন্ধান পাওয়া গেছে। কর্তৃপক্ষ জনায়, রাডারের মাধ্যমে ১৮২টি মরদেহ সনাক্ত করা হয়েছে। নিহতদের বেশিরভাগই তুনাক্সা উপজাতী বংশোদ্ভুত। ওই স্কুলটি ১৯১০ থেকে ১৯৭০ সাল পর্যন্ত পরিচালিত হয়। এসময় তারা প্রাণ হারিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।