
বাংলাদেশে ভয়াবহ রুপ নিয়েছে করোনাভাইরাস। একদিনে রেকর্ড প্রায় ৯ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। এছাড়া টানা ৪ দিন ধরে দৈনিক মৃত্যুর সংখ্যা ১শ’র ওপরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর লকডাউন ঘোষনা করেছে সরকার। এদিকে আগামী শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে ২৫ লাখ ডোজ কোভ্যাক্সের টিকা বাংলাদেশে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।