খেলাযুক্তরাষ্ট্র
চোটে উইম্বলডন শেষ সেরেনার

মার্গারেট কোর্টের ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ছোঁয়ার স্বপ্নের শুরুতেই হোঁচট খেলেন সেরেনা উইলিয়ামস। চোট পেয়ে উইম্বলডনের প্রথম রাউন্ড থেকে ছিটকে গেছেন যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা। বেলারুশের আলিয়াকসান্দ্রা সাসনোভিচ বিপক্ষে ম্যাচ চলাকালীন প্রথম সেটের পঞ্চম গেমে পিছলে পড়ে যান তিনি।