Uncategorized
ক্যালগারির ক্যাথলিক গির্জায় হামলা

ক্যালগারির একটি ক্যাথলিক গির্জায় হামলা হয়েছে। উপাসনালয়ের বিভিন্ন স্থানে কালি এবং রঙ লাগিয়ে দেয়া হয়। এ নিয়ে গেল এক মাসে ৭টি গির্জায় হামলা করা হলো। এরমধ্যে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে ৬টি গির্জা। যারমধ্যে সেন্ট জন ব্যাপটিস্ট প্যারিশ নামের শতাব্দি প্রাচীন ঐতিহ্যবাহী ক্যাথলিক উপাসনালয়ও রয়েছে।