
চাপে পড়েই ভারতীয় টিকা কোভিশিল্ডকে অনুমোদন দিল ইউরোপের ৭ দেশ। ভারতের টিকাকে অনুমোদন না দিলে ইউরোপের টিকার গ্রহণযোগ্যতাও অস্বীকার করার হুমকির পরই এই অনুমোদনের খবর এলো। কোভিশিল্ডকে অনুমোদন দেয়া ইউরোপীয় ইউনিয়নের সাতটি দেশ হলো, জার্মানি, স্লোভেনিয়া, অস্ট্রিয়া, গ্রিস, আইসল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্পেন।