যুক্তরাষ্ট্র
আগস্টের শেষেই আফগানিস্তান ছাড়বে মার্কিন সেনারা

নির্ধারিত সময়ের আগেই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার হবে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি। সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট বাইডেন মনে করেন, শুধু সামরিক উপায়ে আফগানিস্তানে যুদ্ধে জেতা সম্ভব নয়। সামরিক বাহিনী প্রত্যাহার হলেও যুক্তরাষ্ট্র আগামী দিনগুলাতেও আফগানিস্তানের নিরাপত্তা ও মানবিক সহায়তা প্রদানে কাজ করে যাবে।