
লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে বাংলাদেশ, মিসরসহ চারটি দেশের অন্তত ৪৩ জন অভিবাসী ও শরণার্থী ভূমধ্যসাগরে ডুবে মারা গেছেন। এমন আশঙ্কা তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট সোসাইটির। এছাড়া দেশটির কোস্টগার্ড উপকূল থেকে অন্য ৮৪ জনকে উদ্ধার করেছে। তিউনিশিয়া জানায়, চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ৮২৩ জন মারা গেছেন।