
আজারবাইজানের বাকুতে তৃতীয় কোয়ার্টার-ফাইনালে চেক রিপাবলিকের বিরুদ্ধে ২-১ গোলে জিতেছে ডেনমার্ক। প্রথমার্ধে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া ডেনমার্ক বিরতির পর ছন্দ কিছুটা হারায়। ব্যবধান কমিয়ে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা জাগায় চেক রিপাবলিক। তবে শেষ পর্যন্ত পেরে উঠল না তারা। দারুণ জয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে উঠল ডেনিশরা।