চীন
স্টেশন থেকে বেরিয়ে মহাশূন্যে হাঁটলেন চীনের নভোচারীরা

চীনের নতুন মহাকাশ স্টেশন থেকে বের হয়ে প্রথমবারের মতো মহাশূন্যে হেঁটেছেন দেশটির দুই নভোচারী।
গেল মাসে তিন নভোচারী উত্তর–পশ্চিম চীনের জিউকুয়ান উৎক্ষেপণকেন্দ্র থেকে লং মার্চ ২-এফ রকেটে করে তিয়ানগং নামের ওই স্পেস স্টেশনে পৌঁছান। সেখানে তাঁরা তিন মাস অবস্থান করবেন।