কানাডাফেডারেল সরকার
ফেডারেল সরকার টরেন্টো এবং কুইবেক শহর সংযোগকারী উচ্চ গতির রেইল লাইন নির্মানে ক্রয় প্রক্রিয়া শুরুর ঘোষনা দিয়েছে

টরেন্টো এবং কুইবেক শহর সংযোগকারী উচ্চ গতির রেইল লাইন নির্মানে ক্রয় প্রক্রিয়া শুরু করার ঘোষনা দিয়েছে ফেডারেল সরকার। পরিবহনমন্ত্রী ওমার আলগাব্রা জানান, ২০৩০ সাল নাগাদ রেইল লাইনের নির্মান কাজ সম্পন্ন হবে। কানাডায় চলতি দশকের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্পগুলোর একটি এই রেইল লাইন।