
নাইজেরিয়ার একটি আবাসিক স্কুল থেকে আবারও ১৪০ শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। শিক্ষার্থীদের উদ্ধার করতে অভিযান পরিচালনা করছে পুলিশ। গেল ডিসেম্বর থেকে নাইজেরিয়ায় সব মিলিয়ে চারটি অপহরণের ঘটনায় ৮শ ছাত্রছাত্রীকে অপহরণ করেছে আততায়ীরা। এর মধ্যে দেড়শ ছাত্রছাত্রী এখনও নিখোঁজ। প্রতিটি ক্ষেত্রেই অপহরণকারীরা বিশাল অঙ্কের মুক্তিপণ দাবি করেছে।