
অন্টারিওতে কমে আসছে করোনাভাইরাসের বিস্তার। প্রদেশটিতে নতুন করে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। যা গেল এক বছরের মধ্যে এই প্রথম। এর পাশাপাশি কমে আসছে সংক্রমণের হারও। নতুন করে অন্টারিওতে মাত্র ১৯৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এ অবস্থায় কড়াকড়ি শিথিলের পরিকল্পনা টরন্টোর লং টার্ম কেয়ার সেন্টারগুলোতে।