
কানাডায় ‘হিট ডোম’-এর প্রভাবে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে প্রায় একশ কোটিরও বেশি সামুদ্রিক প্রাণীর মৃত্যুর আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তীব্র তাপদাহে গেল কয়েকদিনে ব্রিটিশ কলম্বিয়ায় প্রায় ৮শ মানুষ মারা গেছেন। এছাড়া আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। কানাডা এবং যুক্তরাষ্ট্রের উত্তরপশ্চিমাঞ্চলে সম্প্রতি গড় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।