
কানাডার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার থেরেসা ট্যাম বলেছেন, করোনার নতুন ধরণগুলো দেশে কম সংখ্যক হলেও যে কোনো মুহুর্তে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে। সম্প্রতিকালে ভারতীয় ডেল্টার পাশাপাশি পেরুর ল্যামডা ধরনও সনাক্ত হয়েছে কানাডায়। যা ডেল্টার চেয়েও শক্তিশালি।