অস্ট্রেলিয়াখেলাবিনোদনবিশ্ব
বার্টির উইম্বলডন জয়ে অস্ট্রেলিয়ার অপেক্ষার অবসান

৪১ বছরে প্রথম অস্ট্রেলিয়ান নারী হিসেবে উইম্বলডন এককে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়ার অ্যাশলি বার্টি। অল ইংল্যান্ড টেনিস ক্লাবের সেন্টার উইকেটে নারী এককের ফাইনালে কারোলিনা প্লিসকোভার বিপক্ষে ৬-৩, ৪-৭, ৬-৩ গেমে শিরোপা জিতেন তিনি। অস্ট্রেলিয়ার সাবেক টেনিস তারকা ইভন গুলাগং তার দুই উইম্বলডন শিরোপার শেষটি জিতেছিলেন ১৯৮০ সালে।