কোভিড-১৯যুক্তরাষ্ট্র
এবার যুক্তরাজ্যের রয়্যাল নেভির একটি বিমানবাহী রণতরীতে করোনার হানা

যুক্তরাজ্যের রয়্যাল নেভির একটি বিমানবাহী রণতরীর প্রায় ১শ’ নাবিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেই সাথে রণতরীর সঙ্গে থাকা আরও চারটি যুদ্ধজাহাজেও ভাইরাস ছড়িয়ে পড়েছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, রণতরীর সব নাবিককে দুই ডোজ কোভিড টিকা দেওয়া হয়েছিল। তাদের কারও অবস্থাই গুরুতর নয়।