
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বার্সেলোনাতেই থাকছেন ফুটবল বিশ্বের সবচেয়ে দামী খোলেয়ার লিওনেল মেসি। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, চুক্তি নবায়নের বিষয়ে কাতালান ক্লাবটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন আর্জেন্টাইন তারকা। এজন্য ৫০ শতাংশ বেতন কম নিতে রাজি ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড।