
অন্টারিওর টর্নেডো কবলিত এলাকা পরিদর্শন করেছেন প্রিমিয়ার ডাগ ফোর্ড। এসময় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষনা দেন প্রিমিয়ার। গেল বৃহস্পতিবার ওই অঞ্চলে শক্তিশালী টর্নেডোর আঘাতে ১০ জন আহত হন এবং ধ্বংস হয় বেশকিছু ঘরবাড়ি। তবে কেউ নিহত না হওয়ার ঘটনাকে অলৌকিক বলে আখ্যায়িত করেছেন ফোর্ড।