
জার্মানি ও বেলজিয়ামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৮৩ জনে দাঁড়িয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বাড়িঘর ধসে গেছে। এছাড়া যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। বন্যায় বিচ্ছিন্ন হয়ে পড়া বেশ কয়েকটি এলাকার কয়েকশ লোক এখনও নিখোঁজ রয়েছেন। টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন থাকায় তাদের সাথে যোগাযোগ সম্ভব হচ্ছে না।