
আগামীকাল পবিত্র ঈদ উল আযহা। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কানাডাসহ বিশ্বের বেশিরভাগ দেশে পালিত হচ্ছে মুসলিমদের দ্বিতীয় সর্বোচ্চ এই ধর্মীয় উৎসব। নামাজ শেষে আল্লাহ সন্তুষ্টির জন্য পশু কুরবানি করেন মুসলিমরা। তবে করোনাকালে নানা বিধিনিষেধে দেশে দেশে সীমিত আকারে পালন করা হচ্ছে ঈদ।