কানাডা
ঈদ উল আযহা উপলক্ষে বিশেষ আয়োজন চলছে নন্দন টিভিতে

ঈদ উল আযহা উপলক্ষে বিশেষ আয়োজন চলছে নন্দন টিভিতে। করোনাকালে সবার ঘরবন্দী জিবন আনন্দময় করে তুলতে ৫ দিনব্যাপী অনুষ্ঠান চলবে। এই ঈদ আয়োজনে নাটক, টেলিছবি, মুন্নি’স কিচেনসহ থাকছে বিভিন্ন অনুষ্ঠান। পবিত্র দিনে নন্দন পরিবারের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মুবারাক।