
টকিও অলিম্পিকে কানাডার পতাকা বহনকারীর মর্যাদা পাচ্ছেন প্রতিযোগীতাটিতে তিনবারের বাস্কেট বল খেলোয়ার মিরান্ড আইয়িম এবং রাগবি দলের সহ-অধিনায়ক নাথান হিরাইয়ামা। গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছে দি কানাডীয়ান অলিম্পিক কমিটি। এবারের প্রতিযোগীতায় কানাডা থেকে রেকর্ড ৩৭০ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন।