
তালেবানের শক্তিবৃদ্ধির পরিপ্রেক্ষিতে, আফগান সীমান্তে সেনা মোতায়েন করেছে পাকিস্তান। আধাসামরিক বাহিনী ‘পাকিস্তান রেঞ্জার্সে’র সদস্যদের সরিয়ে নিয়মিত সেনা মোতায়েন করা হয়। এদিকে, আফগানিস্তানে তালেবানের তৎপরতা বাড়ায় নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন প্রতিবেশী তাজিকিস্তান। জিহাদিদের প্রবেশ ঠেকাতে সীমান্তে মোতায়েন করা হয়েছে ২০ হাজার অতিরিক্ত সেনা সদস্য।