ভারত
প্রবল বৃষ্টি ও ভূমিধসে ভারতের মহারাষ্ট্রে ১১২ জনের প্রাণহানি

প্রবল বৃষ্টি ও ভূমিধসে ভারতের মহারাষ্ট্রে ১১২ জনের প্রাণহানি হয়েছে। কয়েক দশকের মধ্যে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে মহারাষ্ট্রের পশ্চিম উপকূলীয় এলাকায়। গত ২৪ ঘণ্টায় প্রায় ৬শ’ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে অঞ্চলটিতে। পানিবন্দী লাখ লাখ মানুষ। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে হাজারো বাসিন্দাকে। উদ্ধারকাজে যোগ দিয়েছে সেনাবাহিনী।