বাংলাদেশ
শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে ফকির আলমগীরের মরদেহ

কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা জানানোর পর গণসংগীতশিল্পী ফকির আলমগীরের মরদেহ সমাহিত করা হয়েছে। দ্বিতীয় জানাযার পর তালতলা কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এরআগে এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেয়া হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা।