
প্রথমবারের মতো দাদা-দাদী,নানা-নানীদের নিয়ে ইন্টারন্যাশনাল গ্র্যান্ডপ্যারেন্টস এবং বৃদ্ধ দিবস পালন করলো রোমান ক্যাথলিকরা। গেল জানুয়ারিতে ঘোষণা করা হয়েছিল জুলাইয়ের চতুর্থ রোববার হবে এই দিবস। তারই অংশ হিসেবে দ্য ক্যাথলিক চার্চ বিশপ’স কনফারেন্স অব ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস এই দিবসটি উদযাপন করে।