
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন প্রাপ্ত বয়স্ক সকল কানাডীয়ান নাগরিকদের পূর্ণ ডোজের ভ্যাকসিন দেয়ার জন্য প্রয়োজনীয় টিকা সংগ্রহ করা হয়েছে ইতিমধ্যে। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী আরও জানান, নির্ধারিত সময়ের অন্তত দুই মাস আগেই সব মিলিয়ে ৬৬ মিলিয়নের বেশি ডোজ টিকা পৌছেছে কানাডায়।