যুক্তরাষ্ট্র
সাইবার হামলার জবাবে মরণাস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে সাইবার হামলার জবাবে অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়া ও চীনের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়ে বক্তৃতাকালে তিনি এমন কড়া মন্তব্য করেন। এসময় ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচন সংক্রান্ত ভুয়া তথ্য ছড়ানোর দায়ে মস্কোকে অভিযুক্ত করেন বাইডেন।