যুক্তরাষ্ট্র
মাস্ক নিয়ে জালিয়াতি, দায় স্বীকার যুক্তরাষ্ট্রের নাগরিকের

জালিয়াতির মাধ্যমে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে পাঁচ কোটি এন৯৫ মাস্ক বিক্রির চেষ্টার দায় স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি। টেক্সাসের একটি আদালতে অ্যারিয়েল ডুয়োলাইট নামের ওই ব্যক্তি স্বীকারক্তিমুলক জবানবন্দি দেন। দোষী সাব্যস্ত হলে ডুয়োলাইটের পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।