
দাবানলে পুড়ছে তুরস্কের দক্ষিণাঞ্চলের মানাওগাত শহর। এতে এখন পর্যন্ত তিনজনের মৃতদেহ খুঁজে পাওয়া গেছে। আহত হয়েছে বেশ কয়েকজন। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, যেসব এলাকায় বাড়িঘর আগুনের গ্রাসে চলে যেতে পারে বলে চিহ্নিত হয়েছে সেখান থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।