
তিউনিসিয়ার রাজনৈতিক অস্থিরতা জটিল আকার ধারণ করছে। আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট কাইস সাইদ। এর আগে গেল রোববার প্রধানমন্ত্রী হিশাম মেশিশিকে বরখাস্ত এবং পার্লামেন্ট স্থগিত করেন প্রেসিডেন্ট। এরপরই রাস্তায় নেমে আসেন সরকার-সমর্থকেরা। এখনও বিক্ষোভ চলছে দেশটির সব বড় শহরে।